আনফোল্ড বাংলা প্রতিবেদন: থার্ড আই আর্টিস্ট (3rd eye artist) গ্রুপ এর উদ্যোগে ৩য় বার্ষিক আন্তজার্তিক চিত্রশিল্প প্রদর্শনী এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে চলেছে আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে। ২৩ ও  ২৪ অক্টোবর, দু’দিন ধরে চলবে এই প্রদর্শনী। বিকাল ৪ টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী প্রিয়দর্শিনী বসু, নীলোৎপল ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট সেসান জজ পার্থ চক্রবর্ত্তী, শীতল গাঙ্গুলি (প্রেসিডেন্ট বেঙ্গলি অ্যাকাডেমি আসানসোল এবং এক্স-প্রিন্সিপাল টিডিবি কলেজ), ডঃ অরুণাভ সেনগুপ্ত।

প্রত্যেক বছরের মতো এবারও বিশ্ব উষ্ণায়ণ এবং প্রকৃতির উপরে এই ওয়ার্কসপ কাম প্রদর্শনী হবে। অতিমারির কারনে বিদেশি শিল্পীরা হাজির থাকতে না পরলেও তাঁদের ছবি পাঠিয়েছেন। সেগুলি প্রদর্শনীতে রাখা হবে। বিশ্বের বিভিন্ন দেশের ৬৫ জন শিল্পীর শিল্পকর্ম থাকবে প্রদর্শনীতে। আর ৩৫ জন শিল্পী সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শিল্পীদের থাকা, খাওয়া, প্রদর্শনী, সব কিছু ব্যয় বহন করবে থার্ড আই আর্টিস্ট গ্রুপ। এটা একটা যুব শিল্পীদের প্রমোশন করার প্ল্যাটফর্ম। সংস্থার সভাপতি অংশুমান সাহার উদ্যোগে, সম্পাদক সোমনাথ বিশ্বাসের বাবস্থপনাই এবং যুগ্ম সম্পাদক অরুণ বর্মনের সহযোগিতায় আন্তর্জাতিক মানের শিল্পীদের উপস্থিতে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এটি আসানসোল সহ পশ্চিমবঙ্গের সমস্ত শিল্পী, শিল্পপ্রমেমিকদের জন্য উপভোগ্য হয়ে উঠবে বলেই উদ্যোক্তাদের আশা। দেশ বিদেশের দারুণ সব শিল্পকর্ম দেখার সূযোগ মিলবে। কারণ, ভারতের পাশাপাশি রোমানিয়া, জর্ডন, ইউএসএ, কসোভো, বাংলাদেশ, নেপাল, তাইওয়ান, পোল্যান্ড, ঘানা, হাইতি, ইরাক, তুর্কি, ইজিপ্ট প্রভৃতি দেশের শিল্পকর্ম থাকবে।

Visit now :

Share this post